ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাজিপাড়ায় গণপিটুনিতে নিহত ১, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
হাজিপাড়ায় গণপিটুনিতে নিহত ১, আহত ১ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম হাজীপাড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে দেলোয়ার (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে, দুপুর ১টায় চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পশ্চিম হাজীপাড়ার ইজি গার্মেন্টসের ভেতর থেকে দেলোয়ারকে উদ্ধার করা হয়। গার্মেন্টসের জিনিস চুরি করছিল, এমন অভিযোগে ভেতরেই তাকে গণপিটুনি দেওয়া হয়। এসময় ওই গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মইনকেও (২৮) গণপিটুনি দেয় তারা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।