ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডাক্তার ছাড়া সিজার অপারেশন, নবজাতকসহ প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ডাক্তার ছাড়া সিজার অপারেশন, নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিউ সেন্ট্রাল নামে একটি বেসরকারি হাসপাতালের মালিক ও নার্সের হাতে সিজার অপারেশনের সময় নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৪ জুলাই) রাতে সেনবাগ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে হাসপাতাল মালিকের ভাইসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

 

মৃত প্রসূতির নাম আকলিমা আক্তার। তিনি ওই উপজেলার হোমনাবাদ শ্রীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহর মেয়ে। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা মো. রিপনের স্ত্রী।

জানা যায়, বুধবার আকলিমার সিজারের তারিখ ছিল। ওইদিন বিকেলে আকলিমার বাবা-মা তাকে স্থানীয় নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। রাত ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার অপারেশন শুরু করেন। পরে রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায় তাদের রোগীর অবস্থা ভালো নয়, তাকে চট্টগ্রাম নিয়ে যেতে হবে। পরে একটি অ্যাম্বুলেন্সে আকলিমাকে ফেনী পর্যন্ত নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকেরা জানায় আকলিমার অনেক আগেই মৃত্যু হয়েছে।
 
স্বজনদের দাবি কোনো প্রকার ডাক্তার ছাড়া সিজার করানোর কারণে অপারেশন থিয়েটারে প্রসূতি ও তার গর্ভের সন্তান মারা যায়।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় হাসপাতাল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।