ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে অন্য শহরে: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে অন্য শহরে: ওবায়দুল কাদের উবার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে গত ১ জুলাই থেকে ঢাকা মহানগরীতে নিবন্ধন দেওয়া শুরু হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এর মাধ্যমে মহানগরীতে যাত্রী সাধারণের চলাচল আরও সহজতর হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার’র ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতি বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মন্ত্রী একথা জানান বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে গণপরিবহনের সংকট নিরসনে সরকারের নানামুখী উদ্যোগের একটি হচ্ছে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন।


 
এ সেবায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যাত্রী স্বার্থ অগ্রাধিকার দিয়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্য শহরেও সম্প্রসারণ করা হবে। তবে সেবার সময় যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
 
সম্প্রতি বিচ্ছিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উবার-এর কর্মকর্তা ইরাবতি ডেমেল ও জুলকার কাজী ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।