বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয় শহিদুলকে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। শহিদুলের সঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কথা বললে সে বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেয়। পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তার সঙ্গে ইয়াবা থাকার কথা স্বীকার করে শহিদুল। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে প্রায় বারো লাখ টাকা মূল্যের দুই হাজার চারশত পনেরো পিস ইয়াবা জব্দ করা হয়। আটক শহিদুল বরগুনা জেলার আমতলী থানার রুপখালী গ্রামের বাসিন্দা।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
টিএম/এইচএডি/