ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল করে রক্ষা পাওয়া যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
‘রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল করে রক্ষা পাওয়া যাবে না’

ঢাকা: রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল করে রক্ষা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ডিং স্টেশনে তুরাগ চ্যানেলের উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক নেতা কিংবা ব্যবসায়ী রাজনৈতিক দলের পরিচয়ে নদী দখল করে রক্ষা পাবেন না।

নদী রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীকে দখলমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বদ্বীপ পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং সেগুলোকে দখল ও দূষণ মুক্ত করা।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নদীগুলোকে দখলমুক্ত করার কার্যক্রম নেয়। তবে ২০০১ সালে জামায়াত-বিএনপি সরকার ক্ষমতায় এসে নদী দখলমুক্ত করার অভিযান বন্ধ করে দেয়। ২০১৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে নদী উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখতে একটি টাস্কফোর্স গঠন করে।  

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, নদী উদ্ধারে সব সময়ই আপনাদের পাশে পেয়েছি।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় নৌপ্রতিমন্ত্রী বসিলার বিআইডব্লিউটিএ এর এক নম্বর ল্যান্ডিং স্টেশন থেকে গাবতলী ল্যান্ডিং স্টেশনে লঞ্চযোগে যাত্রা করেন। এসময় গণমাধ্যমকর্মীরাও মন্ত্রীর যাত্রাপথের সঙ্গী হয়।

যাত্রার সময় মাঝ নদীতেই বেলুন ও পায়রা উড়িয়ে তুরাগ চ্যানেলের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

এসময় নৌপ্রতিমন্ত্রীর লঞ্চের সঙ্গে নদীতে অসংখ্য ছোট-বড় সুসজ্জিত নৌকা ও নৌকা বাইচের দল ছিলো। নৌকায় করে বাউল শিল্পী কুদ্দুস বয়াতিকেও তার দলসহ গান গাইতে দেখা যায়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়া আরও উপস্থিত ছিলেন- নৌ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর এম মাহবুব উল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।