বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আহ্বানে নগরীর ওয়ার্ডগুলোর জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ র্যালি বের করা হয়। মেয়র নিজে ১৯ নম্বর ওয়ার্ডের র্যালিতে অংশ নেন।
র্যালির আগে মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় বিষয় তুলে ধরেন। পাশাপাশি মশার বংশ বিস্তার রোধে ও নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে খোলা নিয়ন্ত্রণ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসানকে। সেলের সদস্য রাখা হয়েছে ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম ও ডা. খন্দকার মনজুরুল ইমামকে। এছাড়া ৩০টি ওয়ার্ডের প্রতিটিতে ১ জন করে মোট ৩০ জন ট্যাগ অফিসার ও ১ জন করে তাদের সহযোগী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিকভাবে কাজগুলো পরিচালনার জন্য ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলামসহ ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, আমরা নিয়মিত নগর পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম চালিয়ে আসছি। তবে দেশজুড়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’র সঙ্গে মিলিয়ে ৩০টি ওয়ার্ডে একযোগে সচেতনতামূলক র্যালি করা হয়েছে। আর বরিশাল সিটি করপোরেশন এ সময়টাতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে একযোগে গোটা নগরে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/এইচএডি