ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

এএফএমসিতে ডেঙ্গু বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এএফএমসিতে ডেঙ্গু বিষয়ক সেমিনার সেমিনার, ছবি: বাংলানিউজ

ঢাকা: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ডেঙ্গু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার কলেজ গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কলেজের সর্বস্তরের ক্যাডেট ও শিক্ষকরা অংশ নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ঢাকায় ডেঙ্গু রোগের অস্বাভাবিক প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এএফএমসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ‘ডেঙ্গু সচেতনতা’ বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল মো. জুলফিককার আলম ডেঙ্গু রোগের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. রহীমগীর, ব্রিগেডিয়ার জেনারেল মো. মহিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল মিমি পারভীন ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে ক্যাডেটদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন।

সমাপনী বক্তব্যে কমান্ড্যান্ট বলেন, শিগগিরই প্রত্যেক ক্যাডেটদের আবাসিক রুমে মশা নিরোধক বৈদ্যুতিক কয়েল বিতরণ করা হবে এবং তিনি কলেজের সর্বস্তরের সদস্যদের অংশ নেওয়ার মাধ্যমে কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

এছাড়া ডরমেটরিসহ কলেজের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।