বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চর রাজীবপুর গ্রামের শিবেরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি শিবেরডাঙ্গী বাজারপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারিদিক প্লাবিত হয়ে বন্যার পানি বাড়িতে ওঠায় শিশুটির পরিবার উঁচু সড়কে আশ্রয় নেয়। সেখানে শিশুটির তার নানীর সঙ্গে ছিলো। বৃহস্পতিবার সবার অজান্তে রাস্তার পাশের বন্যায় প্লাবিত পানিতে পরে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটিকে মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এফইএস/ওএইচ/