বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
এর আগে, বুধবার (২৪ জুলাই) দিনগত রাতে চৌমুহনীর করিমপুর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাতে করিমপুর রোডের আল-মামুন হার্ডওয়্যার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের শাহী বিরিয়ানি হাউজসহ দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুনে মালামাল ও নগদ টাকা পুড়ে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য মতে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআরএস