বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে ওই ওয়ার্ডে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মেহেদি হোসেন, মাইনুল ইসলাম, মাহাদী হাসান সোয়েব, সাকিব হোসেন, আকাশ হাওলাদার, রুবেল খন্দকার, শিপন হাওলাদার, হাসান আকন, মৃদুল ইসলাম।
এর আগে সকালে ওই ওয়ার্ডের মেম্বর প্রার্থী ফিরোজ আলম রনির চাচাতো ভাই নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই নয় যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/ওএইচ/