বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে হেমায়েতপুরে নাসরিন অটোমবিল কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোন কমান্ডার আনোয়ারুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হেমায়েতপুরে একটি মবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের খবরে সাভার ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমাদের দু’জন সদস্য আহত হয়েছেন।
ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কী করে হলো তা বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ