বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ছেলে ধরা, গুজব ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা সভায় তিনি এ আহ্বান জানান।
শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে এটা একটি গুজব ও মিথ্যা কথা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেল এএসপি আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।
এদিন মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক সচেতনতামূলক প্রচারণা সভা করা হয়। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/এইচএডি