ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘গুজব রোধে সবাইকে সচেতন হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
‘গুজব রোধে সবাইকে সচেতন হতে হবে’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

বরিশাল: গুজব রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ছেলে ধরা, গুজব ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা সভায় তিনি এ আহ্বান জানান।

শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে এটা একটি গুজব ও মিথ্যা কথা।

এগুলো যারা ছড়িয়ে দিচ্ছে তারা সমাজের শত্রু। তাই এদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। একইসঙ্গে গুজব রোধে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।  অভিভাবকদের সচেতন করে তুলবে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। গুজব ছড়িয়ে গণপিটুনি অপরাধ, যা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেল এএসপি আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

এদিন মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক সচেতনতামূলক প্রচারণা সভা করা হয়। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।