বৃহস্পতিবার(২৫ জুলাই) বিকেল ৫টায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বৃহস্পতিবার ১১৫টি স্কুলে গুজব বন্ধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারসহ গ্রাম এলাকায় গুজব বন্ধে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। ৬ উপজেলায় ৬টি বড় জনসমাবেশ করা হবে শনিবার। স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে টিভিতে গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রচার চালানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশ জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান প্রমুখ। এছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ