ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গুজব বন্ধে মুন্সিগঞ্জে সাংবাদিক-পুলিশ মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
গুজব বন্ধে মুন্সিগঞ্জে সাংবাদিক-পুলিশ মতবিনিময়

মুন্সিগঞ্জ: গণসচেতনতা সপ্তাহ (২৫-৩১ জুলাই) পালন ও গুজব বন্ধে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুলাই) বিকেল ৫টায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বৃহস্পতিবার ১১৫টি স্কুলে গুজব বন্ধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়েছে।

শিক্ষার্থীদের অ্যাসেম্বলির শুরুতে এসব বিষয়ে সচেতন করা হচ্ছে। ৬৮টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় মাইকিং করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারসহ গ্রাম এলাকায় গুজব বন্ধে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। ৬ উপজেলায় ৬টি বড় জনসমাবেশ করা হবে শনিবার। স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে টিভিতে গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রচার চালানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশ জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান প্রমুখ। এছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।