বৃহস্পতিবার (২৫ জুলাই) গণপিটুনিতে শ্রমিক নিহতের প্রতিবাদে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করলে এসব ঘটনা ঘটে। নিহতের নাম দেলোয়ার।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সকালে রামপুরার হাজিপাড়ার ইজি গার্মেন্টে দেলোয়ার নামে এক শ্রমিককে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এতে সে মারা যায়। কিন্তু দেলোয়ার চোর ছিল না। সে ইস্ট ফ্যাশন গার্মেন্টের কার্টিং সহকারী ছিল। যারা দেলোয়ারকে হত্যা করেছে তাদের গ্রেফতারের দাবিতে আমরা সড়ক অবরোধ করি।
জানা যায়, হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে শ্রমিকরা দুপুর ২টার পর রামপুরার আবুল হোটেল থেকে হাজিপাড়ার সড়কে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ডিভিশনের উপপুলিশ কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, বিকেলে অবরোধকারীরা ইজি গার্মেন্টে হামলা চালায়। পরে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা শটগানের গুলি ছুড়লে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এ ঘটনায় ইজি গার্মেন্টের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এক শ্রমিকের মৃত্যুর সংবাদে তারা সড়ক অবরোধ করেছিল। সাড়ে পাঁচটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে আমাদের ওসি স্যার একটু মাথায় আঘাত পেয়েছেন। শ্রমিকরা কেউ আহত হয়নি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএমআই/এজেডএস/এইচএডি