বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেন বিচারক।
এর আগে, বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে রিয়াজকে আটক করা হয়।
পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছে। এ কারণে বুধবার (২৪ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বাংলানিউজকে বলেন, রিয়াজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার রাতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী রোববার (২৮ জুলাই) আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএস/একে