বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার দেশের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।
এদিকে, শাহজাহানকে আটকের পর থেকে বেনাপোল পোর্ট থানায় সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। এছাড়া থানার প্রধান গেটে তালা দিয়ে রাখা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম থানার বাইরে এসে সাংবাদিকদের বলেন, তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন থেকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনটি