ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে এমপি বদির ভাইপো গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বেনাপোলে এমপি বদির ভাইপো গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় একাধিক মামলার আসামি শাহজাহান (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে।

তিনি কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির চাচাতো ভাইয়ের ছেলে বলে একাধিক সূত্রে জানা গেছে।  

বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার দেশের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।

এদিকে, শাহজাহানকে আটকের পর থেকে বেনাপোল পোর্ট থানায় সাংবাদিকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। এছাড়া থানার প্রধান গেটে তালা দিয়ে রাখা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম থানার বাইরে এসে সাংবাদিকদের বলেন, তার পাসপোর্ট ব্লক ছিল তাই ইমিগ্রেশন থেকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।