বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর পুলিশ লাইনস অডিটোয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
আটকের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ১টি মডেম, ২টি মোবাইল ফোন ও ৩টি সিম উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। আটক মোস্তাফা মনোয়ার হোসেন দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মহরমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মোস্তফা মনোয়ার দিনাজপুর শহরের চারুবাবুর মোড় শাখা ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার।
পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়।
ফেসবুকে স্ট্যাটাসে আটক মোস্তফা মনোয়ার হোসেন লিখেছেন- ‘চলমান পদ্মাসেতু নির্মাণে বাধা সৃষ্টি হয়েছে, সেখানে ১ লাখ বা তার অধিক সংখ্যক মানুষের মাথার প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ৪২টি দল মাথা সংরক্ষণ করার জন্য কাজ করছে। ধারালো ছুরি দিয়ে মাথা কেটে নেওয়া বা বিষাক্ত গ্যাস ১০ থেকে ১৫ হাত দূর থেকে স্প্রে করার পরে অজ্ঞান হলে মাথা কেটে নেয়। খুলনায় অনেক মানুষের মাথা কেটে নেওয়া হয়েছে। ’
আটক মনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম, পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ