বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৮ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডমিনিক রাব ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট হিসেবে নিযুক্ত ছিলেন।
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত হয়ে ডমিনিক বলেন, আমি বিনীতভাবে এই দায়িত্ব গ্রহণ করছি এবং একই সঙ্গে ভবিষ্যতে আগত সুযোগের কথা ভেবে ব্যাপক উৎসাহিত। অবশ্যই আমাদের সামনে ব্রেক্সিট চ্যালেঞ্জ রয়েছে যা আমরা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে চাই। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বের সবাইকে আমাদের দেশের প্রতি আত্মবিশ্বাস, আগ্রহের সঙ্গে বিশ্বজুড়ে বিদ্যমান সুযোগ কাজে লাগানোর বার্তা দিতে চাই।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
টিআর/এএ