ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব ডমিনিক রাব

ঢাকা: যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্র ও কমনওয়েল্থ বিষয়কমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ডমিনিক রাব। তিনি ফার্স্ট সেক্রেটারি অব স্টেট হিসেবেও দায়িত্ব পালন করবেন। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৮ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডমিনিক রাব ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট হিসেবে নিযুক্ত ছিলেন।

তার আগে তিনি যুক্তরাজ্যের কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের হাউজিং বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি এশার ও ওয়াল্টন এলাকার এমপি হিসেবে নির্বাচিত হন।

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত হয়ে ডমিনিক বলেন, আমি বিনীতভাবে এই দায়িত্ব গ্রহণ করছি এবং একই সঙ্গে ভবিষ্যতে আগত সুযোগের কথা ভেবে ব্যাপক উৎসাহিত। অবশ্যই আমাদের সামনে ব্রেক্সিট চ্যালেঞ্জ রয়েছে যা আমরা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে চাই। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বের সবাইকে আমাদের দেশের প্রতি আত্মবিশ্বাস, আগ্রহের সঙ্গে বিশ্বজুড়ে বিদ্যমান সুযোগ কাজে লাগানোর বার্তা দিতে চাই।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।