উদীপ্ত তারুণ্যের আয়োজনে যুব রেডক্রিসেন্ট দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ জুলাই) শ্রীমঙ্গল সরকারি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, যুব রেডক্রিসেন্ট দলের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুর্দশন শীল, উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সানজিতা শারমিন বলেন, প্রতিটি মানুষেরই তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিবো। সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করবো। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বিবিবি/ওএইচ/