ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে নিখরচায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
শ্রীমঙ্গলে নিখরচায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে নিখরচায় বিভিন্ন কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে ‘উদ্দীপ্ত তারুণ্য’ নামে একটি সেবামূলক সংগঠন।

উদীপ্ত তারুণ্যের আয়োজনে যুব রেডক্রিসেন্ট দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ জুলাই) শ্রীমঙ্গল সরকারি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।

 

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, যুব রেডক্রিসেন্ট দলের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুর্দশন শীল, উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সানজিতা শারমিন বলেন, প্রতিটি মানুষেরই তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিবো। সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করবো। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।