বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে শালিখা ও শ্রীপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে দেশের সব মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হবে।
তিনি বলেন, মুজিব বর্ষ হিসেবে প্রধানমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে বাড়ি নির্মাণের জন্য দুই হাজার ২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছেন। জেলা-উপজেলার গুরত্বপূর্ণ স্থানে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রদর্শন করা হবে। স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদরদের তালিকা তৈরি করে একইভাবে জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়াও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাররা ও জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এনটি