বৃহস্পতিবার (২৫ জুলাই) ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ হাওলাদার বাংলানিউজকে জানান, বিজয়ী তানভীর পেয়েছেন ৫ হাজার ৬৪৮ ভোট এবং কুদ্দুস পেয়েছেন ৫ হাজার ২০৩ ভোট।
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা থাকার ফলে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ