ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বরগুনায় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বরগুনা: বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) তানভীর আহম্মেদ সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত (নৌকা) আবদুল কুদ্দুস খান।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ হাওলাদার বাংলানিউজকে জানান, বিজয়ী তানভীর পেয়েছেন ৫ হাজার ৬৪৮ ভোট এবং কুদ্দুস পেয়েছেন ৫ হাজার ২০৩ ভোট।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯০ জন।  

বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।  

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা থাকার ফলে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।