ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গণপিটুনিতে সালমাকে হত্যা, যুবক গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
সাভারে গণপিটুনিতে সালমাকে হত্যা, যুবক গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে 'ছেলেধরা' গুজবে গণপিটুনি দিয়ে সালমা বেগম (৪০) নামে এক নারীকে হত্যার ঘটনায় সাব্বির হোসেন সাওন (২০) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন।

এর আগে, বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে তেঁতুলঝোড়ার বাঘবাড়ি হরিণধরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার সাব্বির হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরার বাগবাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় তেঁতুলঝোড়া কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

এমারত হোসেন বলেন, ছেলেধরা গুজবে ওই নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সংগৃহীত ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

২০ জুলাই (শনিবার) দুপুরে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় একটি শিশুকে বিস্কৃট খাওয়ানোর চেষ্টা করছিলেন এক নারী। এ সময় এলাকাবাসী ছেলেধরা গুজবে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৮০০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়।

এ ঘটনার চারদিন পর বুধবার নিহত নারীর নাম সালমা বেগম (৪০) বলে জানায় স্বজনরা। নিহত সালমা বেগম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।