ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ১টি‌তে আ’লীগ, ২‌টি‌তে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
সাতক্ষীরায় ১টি‌তে আ’লীগ, ২‌টি‌তে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সাতক্ষীরা: সাতক্ষীরার তিন‌টি ইউনিয়‌ন পরিষদ উপ‌নির্বাচ‌নে এক‌টি‌তে আওয়ামী লীগ ও দু‌’টি‌তে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়ে‌ছেন। এদের ম‌ধ্যে সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়‌নে স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম, মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী র‌ফিকুল ইসলাম ও আশাশু‌নির কুল্যা ইউ‌নিয়‌নে আওয়ামী লী‌গ সমর্থিত আবুল বা‌সেত হারুন জয়লাভ ক‌রে‌ছেন। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থে‌কে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচ‌নের ভোটগ্রহণ করা হয়।  

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর জানান, কুশুলিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম ৬ হাজার ৬৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ মোজাহার হোসেন কান্টু পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট। মৌতলা ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল ৪ হাজার ৭৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ মাহবুবুর রহমান সুমন পেয়েছেন ২ হাজার ৬২৯ ভোট।

অপরদিকে, আশাশুনির কুল্যা ইউপির উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল বাসেত হারুন চৌধুরী ৪ হাজার ৪৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকতটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহিদা ইসলাম পুতুল পেয়েছেন ৪ হাজার ৭৪ ভোট।
 
কুশুলিয়া  ইউপি চেয়ারম্যান শেখ মেহেদি হাসান সুমন ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদি পদত্যাগ এবং কুল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সড়ক  দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় তিনটি পদ শূন্য ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।