বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর মিরেরবাগ এলাকায় ওহিদুজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া জানান, মিজান তার স্ত্রীকে গলাটিপে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা বিবির বাজার এলাকায় ধলেশ্বরী নদীর শাখা খাল মরা গাঙ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাভেদ পারভেজ বলেন, লোকজনের কাছে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি-না তা দেখা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এইচএডি/