ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইউনিয়ন উপ নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বাগেরহাটে ইউনিয়ন উপ নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ৭ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী  আকরাম হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নে ১০ হাজার ৮৪৯ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৮০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর মধ্যে ত্রুটিযুক্ত সিল প্রদান করায় ৫৮টি ভোট বাতিল হয়।

ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী সাত হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান স্বপন কুমার দাস পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হলে ইউনিয়নটি চেয়ারম্যান শুন্য হয়। পরে ১৯ জুন উপজেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করেন। ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ২ জুলাই যাচাই-বাছাই শেষে দুই জন বৈধ প্রার্থী হন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ  সময়:  ২২০৬  ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।