ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: মাঠ-ভবন পরিষ্কার রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ডেঙ্গু: মাঠ-ভবন পরিষ্কার রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় মশা

ঢাকা: ডেঙ্গু জ্বর প্রতিরোধে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে।

অনেক মানুষ এতে আক্রান্ত হয়েছে ও হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র। ডেঙ্গুর বিস্তাররোধে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় এ লক্ষে দেশের প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে খেলার মাঠ ও ভবনগুলো পরিষ্কার রাখা, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে বলেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রতিদিন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করতে নির্দেশ দিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যানকে পরিপত্র পাঠিয়ে সব বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে নিয়মিত মনিটরিং করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে সব শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনিটরিং করাসহ প্রতি সপ্তাহে এ সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।