বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ক্যাপিটাল হলে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আয়োজনে ‘সম্প্রীতি উৎসব ২০১৯’ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
মানুষের জন্য ফাউন্ডেশনের থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, তরুণরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তরুণদের জঙ্গিবাদ ও সহিংসতা নিয়ে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল স্টল প্রদর্শনী, অনুপ্রেরণামূলক বক্তব্য ও কনসার্ট। এছাড়াও বাংলা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে প্রদর্শনী, অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্ট। এছাড়াও সরকারি কর্মকর্তা, নীতি-নির্ধারক ও সাংবাদিকদের নিয়ে পৃথক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরকেআর/এএটি