ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সহিংসতা-উগ্রবাদ বিরোধী সম্প্রীতি উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
সহিংসতা-উগ্রবাদ বিরোধী সম্প্রীতি উৎসব শুরু সম্প্রীতি উৎসবে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গিবাদ-সহিংসতা এবং উগ্রবাদ প্রতিরোধে দুই দিনব্যাপী ‘সম্প্রীতি উৎসব ২০১৯’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ক্যাপিটাল হলে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আয়োজনে ‘সম্প্রীতি উৎসব ২০১৯’ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

মানুষের জন্য ফাউন্ডেশনের থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, তরুণরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তরুণদের জঙ্গিবাদ ও সহিংসতা নিয়ে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।

উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল স্টল প্রদর্শনী, অনুপ্রেরণামূলক বক্তব্য ও কনসার্ট। এছাড়াও বাংলা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।  

আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে প্রদর্শনী, অনুপ্রেরণামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্ট। এছাড়াও সরকারি কর্মকর্তা, নীতি-নির্ধারক ও সাংবাদিকদের নিয়ে পৃথক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।