ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
দৌলতপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন বিজয়ের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিজয় (২২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রকি (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক রকি মেহেরপুর উপজেলার গাংনী থানার বাউট এলাকার বাসিন্দা।  

নিহত বিজয় মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মুন্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট এলাকা থেকে একদল ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নেয়। উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া মাঠের মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটিকে ছিনতাইয়ের চেষ্টা করে।

এসময় অটোচালক বাধা দিলে তারা তাকে কুপিয়ে হত্যা করেন। এসময় স্থানীয়রা রকি নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাকী ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।