ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিদেশ ভ্রমণে ব্যক্তিগত কোটা ১২ হাজার ডলারে উন্নীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বিদেশ ভ্রমণে ব্যক্তিগত কোটা ১২ হাজার ডলারে উন্নীত ছবি: প্রতীকী

ঢাকা: সার্কভুক্ত ও মিয়ানমার ছাড়া অন্যান্য দেশ ভ্রমণের জন্য এখন থেকে ১২ হাজার ডলার বহন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। আগে এই অর্থ বহনের পরিমাণ ছিল ৭ হাজার ডলার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার নিয়ে বিদেশে যেতে পারবেন।

তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ( ১২ বছরের কম) এই অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ৫ হাজার ডলার অতিক্রম করবে না।

বর্তমানে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশ ভ্রমণের জন্য ৭ হাজার ডলার নিয়ে যেতে পারেন বাংলাদেশি নাগরিকরা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানায়, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে ভ্রমণ কোটায় ডলার সীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে। ২০২০ সালের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যাকর হবে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।