বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার নিয়ে বিদেশে যেতে পারবেন।
বর্তমানে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশ ভ্রমণের জন্য ৭ হাজার ডলার নিয়ে যেতে পারেন বাংলাদেশি নাগরিকরা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানায়, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে ভ্রমণ কোটায় ডলার সীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে। ২০২০ সালের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যাকর হবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসই/এএটি