ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘গুজব-মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
‘গুজব-মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে’ বক্তব্য রাখছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, গুজব ও মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই এই গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে আয়োজিত গুজব, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশ।

পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণি।

তিনি বলেন, মাদকের কারণে তরুণ প্রজন্ম হুমকির মুখে পড়ছে। মাদককে এখনই প্রতিরোধ করতে হবে। আর এটি করতে না পারলে  আগামী তরুণ প্রজন্ম প্রতিবন্ধী শিশু জন্ম দেবে। পাশাপাশি অনেকেই সন্তান দিতে ব্যর্থ হবে। তাই এখনই প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে বলে তিনি জানান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর মেয়ন মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, কাথুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।