বক্তব রাখছেন সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ
গাইবান্ধা: অতীতের মতো সরকার বন্যা দুর্গতদের পাশে আছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে বন্যা দুর্গতদের উদ্দেশে তিনি এ কথা জানান।
তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই।
সরকার বন্যা দুর্গতদের পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হবে। অতীতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সক্ষমতার পরিচয় দিয়েছে। এবারও দুর্যোগ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতিগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের বাইরে থেকেও দলের সব নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রভাষক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।