ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হয়নি ৩ সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ভূঞাপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হয়নি ৩ সড়ক চালু হয়নি ৩ সড়ক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি সরাসরি সড়ক যোগাযোগ চালু হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়কে যাতায়াতকারীরা।

যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে নলীন-পিংনা-যোকারচর বাঁধের টেপিবাড়ি নামকস্থানে গত ১৮ জুলাই রাতে ভেঙে যায়। এ বাধটি ভূঞাপুর-তারাকান্দি সড়ক হিসেবে ব্যবহৃত হয়।

এটি ভেঙে যাওয়া ওইদিন থেকেই ভূঞাপুর-তারাকান্দি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে গত শনিবার (২০) জুলাই এলেঙ্গা-ভূঞাপুর সড়কের নির্মাণাধীন শ্যামপুর সেতুর বিকল্প সড়কের (ডাইভারশন) পশ্চিমপাশের গ্রামের মানুষ কেটে দেয়। ওই এলাকার মানুষের বক্তব্য সেতু পুনর্নিমাণের জন্য যে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে তা নিজ দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই পশ্চিম পাশের অন্তত ১০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। রাস্তা কেটে দেওয়ার পর এলেঙ্গা-ভূঞাপুর যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী বাস-ট্রাক কালিহাতী উপজেলার বাগুটিয়া হয়ে ঘুরে যেতে হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নলীন-পিংনা-যোকারচর বাঁধে (ভূঞাপুর-তারাকান্দি সড়ক) গিয়ে দেখা যায় বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলে মেরামত করা হয়েছে। ফলে ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়েছে। এখন সড়ক ও জনপথ বিভাগ রাস্তা তৈরির জন্য সেখানে মাটি ফেলছে।

নলীন গ্রামের আকবর আলী জানান, এই জায়গা ভেঙে যাওয়ায় তাদের ভূঞাপুর উপজেলা সদরে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। ভাঙা অংশ ঝুঁকি নিয়ে পার হয়ে তারপর যানবাহনে যেতে হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকশৌলী সিরাজুল ইসলাম জানান, বাঁধের ভাঙা অংশ মেরামত হয়েছে। সড়ক বিভাগ এখন রাস্তার কাজ করছে। সড়ক বিভাগ সূত্র জানায়, মাটি ফেলে এটি যানবাহন চলাচলের উপযোগী করতে আরো কয়েকদিন লাগবে।

এলেঙ্গা-ভূঞাপুর সড়কের শ্যামপুর সেতুর বিকল্প সড়কে গিয়ে দেখা যায়, সেখানে গ্রামের লোকজন রাস্তাটি কেটে দেওয়ার পর সড়ক ও জনপথ বিভাগ সেখানে বেইলী সেতু স্থাপনের উদ্যোগ নিয়েছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। বেইলী সেতুর সংযোগ অংশ নির্মাণ কাজ চলছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বাংলানিউজকে জানান, শুক্রবার এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।