ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লা নগরে অজ্ঞাতপরিচয় (২৬) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ জুলাই)  সকালে নগরের দক্ষিণ চর্থা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে দক্ষিণ চর্থা এলাকায় রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বাংলানিউজকে জানান,  নিহত যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাত-পা থেঁতলানো ছিল। মরদেহ শনাক্তে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।