বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে ইয়াবার একটি বড় চালান টেকনাফের জালিয়ারদ্বীপ হয়ে বাংলাদেশে ঢুকবে।
এ সময় ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় করে তিনজন লোক আসতে দেখে কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তাদের দাঁড়ানোর সংকেত দেন। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি পানিতে ডুবিয়ে সাঁতরিয়ে পালিয়ে যান। পরে নৌকাটি উদ্ধার করে সেখান থেকে সাত লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসবি/আরবি/