ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

৪ আগস্টের মধ্যে গার্মেন্টসে বেসিক সমপরিমাণ বোনাস দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
৪ আগস্টের মধ্যে গার্মেন্টসে বেসিক সমপরিমাণ বোনাস দাবি সমাবেশে বক্তব্য রাখছেন সংগঠনের নেতারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী ৪ আগস্টের মধ্যে বেতনের বেসিক সমপরিমাণ বোনাস পরিশোধসহ জুলাই মাসের শতভাগ বেতন ও সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। 

শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের নেতারা বলেন, প্রতি বছর ঈদ এলেই গার্মেন্টস মালিকরা নানা ধরনের ছল-চাতুরির আশ্রয় নেন।

তারা শতভাগ বেতন পরিশোধ করেন না। কোনো কোনো গার্মেন্টস বেতন দিলেও বোনাস দেয় না। এবার আগামী ৪ আগস্টের মধ্যেই বেসিক সমপরিমাণ বোনাস পরিশোধ করতে হবে। ঈদুল আজহার এক সপ্তাহ আগেই জুলাই মাসের বেতনসহ পোশাক শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করতে হবে। যদি কোনো ধরনের ছল-চাতুরির আশ্রয় নেওয়া হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সমাবেশে রাজধানীর মালিবাগের ইজি ফ্যাশন কারখানায় শ্রমিক পিটিয়ে হত্যার প্রতিবাদ জানানো হয়।  

সমাবশে বক্তারা আরও বলেন, প্রতিদিন পোশাক শ্রমিকরা লাখ লাখ পিস প্যান্ট, শার্ট তৈরি করেন, তারা চুরি করেন না। অথচ চুরির অপবাদ দিয়ে আমাদের শ্রমিককে হত্যা করা হয়েছে।  

এ হত্যার সুষ্ঠু বিচার না হলে সব কারখানা অচল করে দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন গামেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মুন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক নেতা জিয়াউল হক খোকন, আকলিমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।