এ সময় ডাকাতদল তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে। এছাড়া তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইত কান্দি গ্রামের বজলের ছোবহান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, রাত আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে ২৫/৩০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তারা ঘরের আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণ ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।
এ সময় ঘরের লোকজন চিৎকার করলে সি এস করিমের ভাতিজা নূর মোহাম্মদ আজাদ, তার ছোট ভাই নূর হাসনাত আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা। একই সময় তারা সি এস করিমের অপর চাচাতো ভাই আবুধাবি প্রবাসী ইফতেখার হোসেন চৌধুরীর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তার ছেলে স্কুলছাত্র ইসতেহার হোসেন চৌধুরীকে পিটিয়ে মারাত্মক আহত করে। তাৎক্ষণিকভাবে তারা তাদের ঘরের আলমারি ভেঙে নগদ সাত হাজার টাকা, নয় ভরি স্বর্ণ ও দু’টি মোবাইল ফোন লুটে নেয়।
এ ব্যাপারে আহত নূর মোহাম্মদ আজাদ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহম্মদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসএইচডি/আরবি/