নড়াইল: নড়াইল সদর উপজেলার শেখহাটি শেখপাড়া এলাকায় বজ্রপাতে হরমুজ বিশ্বাস (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানা গেছে, হরমুজ বিশ্বাস সকালে ধানের চারা তুলতে মাঠে যান। বৃষ্টির মধ্যেই তিনি কাজ করছিলেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেখহাটি ফাঁড়ির ইনচার্য উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।