ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গুজব ছড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
গুজব ছড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়: কৃষিমন্ত্রী

জামালপুর: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে দেশে গুজব ছড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়।

শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। বন্যার পানি নেমে গেলে বন্যার্তদের পুর্নবাসন কর্মসূচি হাতে নেওয়া হবে।

ত্রাণ বিতরণকালে মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামচ্ছুন্নাহার চাপা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের সদস্য মীর্জা আজম এমপি, ফরিদুল হক দুলাল এমপি, হোসেনা আরা এমপি, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।