ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদ বোনাসের দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ঈদ বোনাসের দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী ৫ আগস্টের মধ্যে দেশের ৬০ লাখ দোকান কর্মচারীরা ঈদ বোনাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ১০টি খাতে ৬০ লাখ দোকান কর্মচারী কাজ করে।

সরকারি-বেসরকারি খাতের কর্মচারীরা ঈদ বোনাস পেলেও দোকান কর্মচারীরা কোনো বোনাস পায় না।  
তাই আগামী ৫ আগস্টের মধ্যেই দোকান কর্মচারীদের ঈদ বোনাস দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় বড় আন্দোলন করে দাবি আদায় করা হবে।

এসময় মানববন্ধনে বেশকিছু দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। তাদের দাবিগুলো হলো-দোকান কর্মচারীদের আইডি কার্ড ও নিয়োগপত্র দিতে হবে, পরিবারের সঙ্গে ঈদ করার জন্য কর্মচারীদের পর্যায়ক্রমে ছুটি দিতে হবে, নূন্যতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে, প্রতি সপ্তাহে দেড় দিন সাপ্তাহিক ছুটি দিতে হবে, প্রতি মাসের প্রথম সাত কার্যদিবসের মধ্যেই বেতন দিতে হবে, কথায় কথায় চাকরি যাওয়া চলবে না।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, গ্লোবাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বাংলাদেশ লিয়াজো কমিটির কো-অর্ডিনেটর এ কে এম মোস্তফা কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।