ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাসের অগ্রিম টিকিট বিক্রি, প্রত্যাশীদের ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
বাসের অগ্রিম টিকিট বিক্রি, প্রত্যাশীদের ভোগান্তি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। বৃষ্টি উপেক্ষা করেই বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন টিকিটপ্রত্যাশীরা।

শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকেই উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন কোম্পানিগুলো।  

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলীর বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, বৃষ্টি হলেও কমেনি টিকিটপ্রত্যাশীদের ভিড়।

বৃষ্টি উপেক্ষা করেই কাউন্টারগুলোতে আসছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দীর্ঘ হতে দেখা যায় কাউন্টারগুলোর সামনের লাইন।

কল্যাণপুর বাস কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশী মো. কামাল শেখ বাংলানিউজকে বলেন, এবার অঞ্চলভিত্তিক ভাগ করে চারটি আলাদা কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। তবুও চাপ কম নয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েছি। আমি ৯ আগস্টের তিনটি টিকিট কিনেছি। এবার সপরিবারেই বাড়ি যাবো।

গাবতলী বাস কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশী তারেক হাসান বাংলানিউজকে বলেন, সাড়ে তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বগুড়ার তিনটি টিকিট দরকার। প্রচণ্ড যাত্রীর চাপ। টিকিট পাব কিনা জানি না।

হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার সবুজ বাংলানিউজকে বলেন, আমাদের টিকিট বিক্রিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আসাদগেট, শ্যামলী ও কল্যাণপুর থেকে অঞ্চলভেদে টিকিট বিক্রি হচ্ছে। প্রথম দিন হিসেবে আজ একটু চাপ আছে। তবে সব রুটেরই পর্যাপ্ত টিকিট রয়েছে। বেশি চাহিদা ৯, ১০ ও ১১ আগস্টের টিকিটের।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।