শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে।
৪৯ বিজিবি লে. কর্নেল সেলিম রেজা বলেন, একজন স্বর্ণ পাচারকারী ইজিবাইক চালক স্বর্ণের চালান নিয়ে সীমান্তের গাতীপাড়ার দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই রুটে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে দৌলতপুর সড়কের গাতিপাড়া এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক কেজি ওজনের স্বর্ণের বারটি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। তিনি ওই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণে মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ