ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
দিনাজপুরে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর শহরে পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দিনাজপুর শহরের কলেজ মোড় গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহত ২ শিশু হলো- গোয়ালপাড়ার জামাল মিয়ার দুই ছেলে জিসান (৫) ও আরাফাত (আড়াই)।

 

এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ২ ভাই। গোসল করার এক পর্যায়ে পুকুরের পানির গভীরে তলিয়ে যায় তারা। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি করে ২ ভাইকে মুহূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।