পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নির্দেশে শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের খুতবায় গুজববিরোধী বক্তব্য রেখেছেন ইমামরা। এর ফলে সাধারণ মানুষ ‘গলাকাটা’ বা ‘ছেলেধরা’ গুজব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছে।
ময়মনসিংহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, লিখিতভাবে ময়মনসিংহ জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছিলো যেন জুমার নামাজের খুতবায় ইমামরা গুজববিরোধী বক্তব্য রাখেন।
এ নির্দেশনা অনুযায়ী ওসিরা সবগুলো মসজিদের ইমামদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের লিখিতভাবে এ বিষয়টি খুতবায় উপস্থাপনের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫শ মসজিদে গুজববিরোধী বক্তব্য রাখা হয়েছে।
তিনি জানান, এ কাজে ময়মনসিংহ জেলা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্দেশনা বাস্তবায়ন করেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গুজববিরোধী উঠান বৈঠক, লিফলেট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ওএইচ/