ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গুজবে কান না দিতে মসজিদগুলোতে পুলিশের বিশেষ প্রচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
গুজবে কান না দিতে মসজিদগুলোতে পুলিশের বিশেষ প্রচার

চাঁপাইনবাবগঞ্জ: ছেলেধরা গুজবে আতঙ্কিত না হয়ে নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য চাঁপাইনবাবগঞ্জের সব মসজিদগুলোতে বিশেষ প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবার সময় এ প্রচারণা চালানো হয়।

ঈমামের খুতবার পরে মসজিদগুলোতে পুলিশ অফিসাররা উপস্থিত হয়ে ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

সেসঙ্গে কাউকে সন্দেহজনক মনে হলে গণপিটুনি না দিয়ে মুসল্লিদের জরুরি সেবা নম্বর ৯৯৯ বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন বাংলানিউজকে জানান, ছেলেধরা ও পদ্মা সেতুতে মাথা লাগার বিষয়টি পুরোপুরি গুজব। আর এ গুজব রুখতে তিনি শিবগঞ্জ পৌর এলাকার উপরটোলা জামে মসজিদে উপস্থিত হয়ে সচেতনতামূলক বক্তব্য রেখেছেন। একইভাবে জেলার সব উপজেলাগুলো সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশ গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে এ ধরনের সচেতনতামূলক বক্তব্য রেখেছেন।

নামাজ শেষে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের প্রধান ফটকে মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।