শুক্রবার (২৬ জুলাই) সকালে পিরোজপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, পিরোজপুর থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি ওই দড়াটানা সেতু পার হয়ে টোল প্লাজার আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় ১৫ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও পাঁচজন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসআরএস