শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ি এলাকার মাদ্রাসা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পরে বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি ইজিবাইক চালক মানিক মিয়ার (৩৫) মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক শাহিনুর রহমান সরদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ইজিবাইক চালককে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় অপর নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগাবাড়ির ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা কামাল (৩৫) ও তার স্ত্রী জ্যোৎস্না বেগম (২৮) এবং মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাটের বড়বাড়ি থেকে যাত্রীসহ একটি ব্যাটারি চালিত ইজিবাইক কুড়িগ্রামের দিকে আসছিল। এসময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ নামে একটি মিনিবাস পেছন থেকে ইজিবাইকটিকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় অপর আহতরা হলেন- নিহত মোস্তফার একমাত্র কন্যা মিম আক্তার (১৫) ও আরেক যাত্রী জাহেদুল ইসলাম (৪৫)।
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এফইএস/জেডএস