শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সোলাইমানকে আটক করা হয়। আটক সোলাইমান ধাবক বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বাংলানিউজকে বলেন, অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিষাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন ধাবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১২০ পিস ইয়াবা, ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোলাইমান ধাবককে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বে থাকা ডিবি পুলিশের সহকারি উপ পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বাংলানিউজকে বলেন, আটক সোলাইমান দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। অভিযান চলাকালে একই গ্রামের আসানুর রহমান পালিয়ে যায়। তাকেও পলাতক আসামি করে পোর্ট থানায় অস্ত্র-মাদক আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইউজি/এইচএডি