ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘গণতান্ত্রিক আন্দোলন করে ধন্য মনে করতেন বেবী মওদুদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
‘গণতান্ত্রিক আন্দোলন করে ধন্য মনে করতেন বেবী মওদুদ’ বক্তব্য রাখছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: বাংলানিউজ

ঢাকা: সবসময় মানুষের সেবা করতে ভালোবাসতেন বেবী মওদুদ। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। গণতান্ত্রিক আন্দোলন করে নিজেকে ধন্য মনে করতেন। 

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেবী মওদুদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, বেবী মওদুদের কর্মপরিধি ছিল অনেক বিস্তৃত।

তিনি ছিলেন লোভ-লালসার ঊর্ধ্বে। সারাজীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনেক সখ্য ছিল। চাইলে অনেক কিছু অর্জন করতে পারতেন, কিন্তু করেননি। মানুষের সেবা করে গেছেন সবসময়।

বাংলা অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, আমাদের এ সময়ে মানবিক মূল্যবোধ নেই। কিন্তু, এর মধ্যে বেবী ছিল এক উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষ সংসদ সদস্য হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন, সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেবী মওদুদকে প্রস্তাব দেওয়া হয়। তিনি লোভ-লালসা পছন্দ করতেন না।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শেখ হাফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বেবী মওদুদের ভাই আজিজুল হক, ছেলে রবিউল হাসান অভি, ছেলের স্ত্রী চয়নিকা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।