ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

শিবচরে মাহিন্দ্রা থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
শিবচরে মাহিন্দ্রা থেকে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে মরিয়ম নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে করে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল শিশুটির পরিবার।

পথে পাঁচ্চর-শিবচর সড়কের হাইস্কুল সংলগ্ন এলাকায় সড়কে মোড় ঘুরতে গেলে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত শিশু মরিয়ম মাদারীপুরের চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের মেয়ে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাকুনি লেগে শিশুটি রাস্তায় পড়ে মাথা ফেটে যায়। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।