শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাহিন্দ্রা গাড়িতে করে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল শিশুটির পরিবার।
নিহত শিশু মরিয়ম মাদারীপুরের চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের মেয়ে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাকুনি লেগে শিশুটি রাস্তায় পড়ে মাথা ফেটে যায়। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ