চাঁপাইনবাবগঞ্জ: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ আইসিপি থেকে জিরো লাইন পর্যন্ত সীমান্ত পরিবহন চালু করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (২৬ জুলাই) ৫৯ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন সোনামসজিদ আইসিপি দিয়ে প্রতিদিন আনুমানিক ৯০ থেকে ১০০ জন যাত্রী লাগেজসহ যাতায়াত করে। যাদের মধ্যে অধিকাংশ যাত্রী বিভিন্ন রোগে অসুস্থ হয়ে চিকিৎসাজনিত কারণে বাংলাদেশ-ভারত যাতায়াত করে।
যাত্রীদের বহুদিনের প্রত্যাশিত সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সোনামসজিদ আইসিপি থেকে জিরো লাইন পর্যন্ত যাত্রী সাধারণ ও তাদের লাগেজ পরিবহনের সুবিধার্থে রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে ‘সীমান্ত পারাপার’ নামে যানবাহন চালু করা হয়েছে। ওই ‘সীমান্ত পারাপার’ যানবাহনটির শুভ উদ্বোধন করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম।
এ সময় লে. কর্নেল মাহমুদুল হাসান, অধিনায়ক, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং পানামা, সিঅ্যান্ডএফ, কাস্টমস এবং ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যানবাহন চালু করায় যাত্রী সাধারণ বিজিবিকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।